বিএসএফ’র হাতে আটক বাংলাদেশি যুবককে ফেরত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা সীমান্ত থেকে আটক বাংলাদেশি যুবক জয়ন্তকে (২৮) পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুলতানপুর সীমান্তে দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে সুলতানপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুস সালাম এবং ভারতের পক্ষে মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার টিপি মিত্র নেতৃত্ব দেন।

বিজিবি জানায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর সীমান্তের ৭৭ নম্বর মেন পিলারের কাছ দিয়ে জয়ন্ত কুমার ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের মালুয়াপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ দল তাকে আটক করে। পরে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিএসএফ। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গলবাদ গ্রামের অচিন্ত কুমারের ছেলে।