চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমীতে উদীচীর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আগামী ২৮ ও ২৯ মার্চ দু দিনব্যাপি ঢাকায় অনুষ্ঠেয় ‘৬ষ্ঠ সত্যেন সেন গণসঙ্গীত প্রতিযোগিতা ও জাতীয় গণসঙ্গীত উৎসব-২০১৫’ উপলক্ষে দেশব্যাপি গণসঙ্গীত প্রতিযোগিতার অংশ হিসেবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চুয়াডাঙ্গা জেলা সংসদের উদ্যোগে গতকাল সকাল দশটায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী ভবনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান। তিনি তার বক্তব্যে গণসঙ্গীতের প্রসার, পৃষ্ঠপোষকতা ও গণসঙ্গীত নির্বাচনে উদীচীর ভূমিকার প্রশংসাসহ এ জাতীয় অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। একক প্রতিযোগিতার ক্ষেত্রে ক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ফাতিমা ইসলাম নাইস, উম্মে হাফিজা দিশিতা, ফারহান ইয়াজ অর্ক, খ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে শাওন কুমার রায়, সুলতান শাহরিয়ার, পাপিয়া সুলতানা প্রাপ্তি, গ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মিলন কুমার অধিকারী, মিল্টন কুমার সাহা, মিল্লুর রহমান মিলন এবং দলীয় প্রতিযোগিতায় ঘ গ্রুপে প্রথম স্থান অধিকার করে দর্শনার সুরসাধনা কোরাস দল। প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ২০ মার্চ যশোরে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। -বিজ্ঞপ্তি।