ঝিনাইদহ মহেশপুরের পল্লি নেপার সলেমানপুরে বিরোধ : আড়ালে মাদক নাকি জমিজমা?
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ মহেশপুরের সলেমানপুরে আকুল হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে তারই এক চাচাতো ভাই। এ সময় আহত হয়েছেন রাহাতখান নামের একজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মহেশপুরের সলেমানপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকুল সলেমানপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছে, হামলাকারীর নাম জুয়েল হাসান, সে নিহত আকুলের চাচাতো ভাই। জুয়েল মাদকাসক্ত বলেও অভিযোগ রয়েছে। মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে আকুল হোসেন বৃহস্পতিবার রাত ৭টার দিকে বাড়ির পাশেই কাজ করছিলো। এ সময় তার চাচাতো ভাই হাজা মিয়ার ছেলে জুয়েল হোসেনের সাথে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সে ধারালো কোদাল দিয়ে আকুল হোসেনকে কুপিয়ে মারাত্মক আহত করে। গ্রামের আবুবকরের ছেলে রমজান আলী ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। আকুল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত রমজান আলীকে আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ওসি আরও জানান, ঘাতক জুয়েল হোসেনকে আটক করার চেষ্টা চলছে। জমিজমা নিয়ে বিরোধের জের নাকি তার মানসিক সমস্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদকাসক্ত বলেও শোনা যাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে নেয়া হবে।