মাথাভাঙ্গা মনিটর: কয়লাখনি দুর্নীতি মামলায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে বুধবার সমন জারি করেছেন দেশটির একটি বিশেষ সিবিআই আদালত। আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এছাড়া একই মামলায় শিল্পপতি কুমার মাঙ্গালাম বিরলা, প্রাক্তন কয়লা সচিব পিসি পরখ ও আরো তিনজনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। ২০০৫ সালে এম/এস হিন্ডালকো কোম্পানিকে উড়িষ্যার তালাবাড়িয়া ২ কয়লাখনি বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলাটি দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দুর্নীতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে। গত জানুয়ারি মাসে এ মামলায় মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০০৫ সালে তালাবাড়িয়ার কয়লা ব্লক হস্তান্তরের সময় তিনি কয়লা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।