রাউলকে ছাড়িয়ে রোনালদোর গোলের রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: শালকের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দারুণ একটি রেকর্ড গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ইউরোপীয় ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলে সর্বোচ্চ গোলদাতা এখন পর্তুগিজ এ ফরোয়ার্ড। গত মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ৪-৩ গোলে হারলেও প্রতিপক্ষের উজ্জ্বল ছিলেন রোনালদো। সেরা ষোলোর দ্বিতীয় পর্বের ম্যাচটিতে দুবার পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরাতে গোল দুটি করেন তিনি। আর এতেই ছাড়িয়ে যান ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় আগের সর্বোচ্চ গোলদাতা রাউল গনসালেসকে।
রিয়াল ও শালকের সাবেক তারকা গনসালেস ২০১১-১২ মৌসুমে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে রেকর্ডটি গড়েছিলেন।
ইউরোপীয় ক্লাব ফুটবলে রোনালদোর গোল এখন ৭৮টি। আর সাবেক স্প্যানিশ স্ট্রাইকার গনসালেসের গোল ৭৭টি। এই তালিকার তৃতীয় স্থানে থাকা লিওনেল মেসির গোল ৭৬টি। ঘরের মাঠের এ লড়াইয়ে রেকর্ড ছোঁয়া ও রেকর্ড গড়া দুটি গোলই রোনালদো করেন প্রথমার্ধে। ২৫তম মিনিটে টনি ক্রুসের কর্নারে হেড করে প্রথম গোলটি করেন তিনি। আর ৪৫তম মিনিটে বাঁ-দিক থেকে স্বদেশি ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাওয়ের ক্রসে ফের হেড করে রেকর্ড গড়া গোলটি করেন এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী। এ দিন আরেকটি ইতিহাস ছুঁয়েছেন রিয়াল তারকা রোনালদো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা মেসিকে ছুঁয়েছেন তিনি। দুজনেরই এখন গোলসংখ্যা ৭৫।