খবর:(গাংনী পল্লী বিদ্যুত অফিসে ঘুষ ছাড়া চলে না ফাইল)
ছোট লোকের বাচ্চা যারা ঘুষ খায়
আড্ডা মেরে নানান ফলের জুস খায়
সব ফাইলে টাকা লাগায়
টাকা দিলে পাখা লাগায়
হারামিরা নগদ নগদ পুশ খায়।
নতুন নতুন ফচকে ফাজিল মাল খায়
মিষ্টি খাওয়ার কথা বলে ঝাল খায়
গলদ আছে আসল গোড়ায়
তাইতো সবই কেয়ার থোড়ায়
পেট ভরে না একবারে থাল থাল খায়।
পিয়ন থেকে শুরু করে বস খায়
ঘুষ সেলামি না পেলে খুব লস খায়
নগদ নগদ পয়সা হাতায়
দু নম্বরি খাতায় খাতায়
বাগিয়ে টাকা চাটনি করে সস খায়।
-আহাদ আলী মোল্লা