নাশকতার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলুন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়ায় অপরাধ প্রতিরোধ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে আকন্দবাড়িয়া মোল্লাপাড়ায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশিং কমিটির আয়োজনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান। তিনি বলেন, আপনার এলাকায় কেউ যেন পেট্রোলবোমায় দগ্ধ হয়ে নিহত বা আহত না হয় সেটা দেখার দায়িত্ব আপনাদেরই। কারণ যে পেট্রোলবোমায় দগ্ধ হয়ে নিহত বা আহত হচ্ছে সে হয় তো হতে পারে আপনার আত্মীয় বা আপনারই মহল্লার কেউ। চলমান হরতাল-অবরোধে যেন আপনার এলাকার মানুষ নির্বিঘ্নে এলাকায় চলাচল করতে পারে, স্ব স্ব কাজ করতে পারে। যদি কেউ নাশকতা বা বাধা সৃষ্টি করে আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলুন পাশাপাশি পুলিশে খবর দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে আপনারদের পাশে এসে দাঁড়াবে। আপনারা যে রাতবাহিনী বা সন্ত্রাসী বলেন, সেটা এখন নেই আর ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠেতে পারবে না। রাতে শুধু পুলিশ চলাফেরা করবে। রাতবাহিনী না। আপনি রাতে চলাচলের জন্য পুলিশের সহযোগিতা নেন কারণ চব্বিশ ঘণ্টা পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত। গত বছর যে ইটভাটায় চাঁদাবাজির সমস্যা ছিলো এখন সেটা শতকরা আশি ভাগ কমে এসেছে। আর যারা চাঁদা দিয়েছে তারা পুলিশের ওপর বিশ্বাস রাখতে পারেনি। আপনারা পুলিশের ওপর বিশ্বাস রাখতে পারেন। কিন্তু আপনি আজ চাঁদা দেবেন পুনরায় অন্যভাবে আপনার কাছে চাঁদা দাবি করবে। অপরাধমূলক ও সন্ত্রাসীদের যেকোনো তথ্য নিকটস্থ থানায় জানান আপনার নাম সম্পূর্ণ গোপন রাখা হবে। তারপরও যদি ভয় পান আপনার এলাকার জনপ্রতিনিধিদের জানান তার থানায় জানাবে। আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তারউর রহমান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুনসি, ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি তানিম হাসান তারেক, আলুকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক, হাবলুর রহমান, মনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম লাল্টু। অনুষ্ঠান উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম।