হেরেও কোয়ার্টার ফাইনালে রিয়াল

মাথাভাঙ্গা মনিটর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপেক্ষর কাছে হেরেও কপাল জোরে শেষ আটে উঠলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্তিয়াগো বার্নব্যুতে শালকের কাছে ৪-৩ গোলের হারে কার্লো আনচেলত্তির দল। নকআউট পর্বের প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থাকায় দু লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রোনালদোরা। প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় ক্রিস্টিয়ান ফাকসের গোলে লিড পায় শালকে। এর পাঁচ মিনিট পরেই টনি ক্রুসের কর্ণার কিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর হেডে সমতায় ফেরে রিয়াল। এ গোলটিতে চ্যাম্পিয়ন্সলিগে গোলসংখ্যায় রাউল গঞ্জালেসের ৭১ গোলকে ছাড়িয়ে গেলেন রোনালদো। ৪০তম মিনিটে স্ট্রাইকার হান্টেলারের গোলে আবারো লিড নেয় শালকে। এবারও বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি শালকে। রোনালদোর গোলে সমতায় আসে কার্লো আনলেচত্তির দল। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে করিম বেনজেমার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। ৫৭ মিনিটেই লিরয় সেনের গোলে সমতায় ফেরে শালকে। ম্যাচের ৮৪ তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে শালকে এগিয়ে নেন হান্টেলার। এরপরই দু দলের টিকে থাকার লড়াই আরো দ্বিগুন হয়ে যায়। কেননা, শালকে আরে একটি মাত্র গোল করত পারলে উঠে যাবে শেষ আটে।
অন্যদিকে, রিয়ালের একই দুশ্চিন্তা। কেননা, প্রতিপক্ষের আরেকটি গোল তাদেরকে টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলে দেবে। শেষ অবধি আরো কোনো গোল হয়নি। ম্যাচটি হেরে গেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে হাসি মুখে মাঠ ছাড়ে রিয়াল।