এই প্রথম শিওরক্যাশের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ফি আদায়ের লক্ষ্যে মোবাইল ব্যাংকিং চালু

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডে আওতাধীন সরকারি ও বেসকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে বোর্ডের সকল ফি আদায়ের লক্ষ্যে এফএসআইবিএল ফার্স্ট পে-শিওরক্যাশ এডুকেশন পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নেয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানসমূহ মোবাইল ব্যাংকিঙের মাধ্যমে ঘরে বসেই পেমেন্ট করতে পারবে। এ সেবা প্রদানের জন্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে শতকরা ১ টাকা হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এ লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলায় প্রথম ফাস্ট পে-শিওরক্যাশ মোবাইল ব্যাংকিঙের মাধ্যমে চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মাসিক ফিস জমাসহ সকল প্রকার লেনদেন প্রদান করার সিস্টেম চালু করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপকের চেম্বারে ও প্রতিষ্ঠানের চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ একেএম সামসুদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, শিওরক্যাশের ডিস্ট্রিবিউটর বুশরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী একেএম সালাউদ্দিন মিঠু, শিওরক্যাশ প্রতিনিধি মাহমুদুর রহমান প্রমুখ।

Leave a comment