শাহিদা খাতুনে কাব্যগ্রন্থর মোড়ক উমোচন

স্টাফ রিপোর্টার: শাহিদা খাতুন ‘নষ্ট ফুলের পরাগ’ নামে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র রাসেলকে নিয়েও লিখেছেন তিনি। ১৫ আগস্টের হৃদয় বিদারক মর্মান্তিক হত্যাকাণ্ডের মর্মস্পর্শী ঘটনাও তুলে ধরেছেন তিনি তার কবিতায়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহিদা খাতুনের আমন্ত্রণে জেলার বিশিষ্ট কবিরা গতকাল সন্ধ্যায় তার নিজ বাসবভনে উপস্থিত হন। এ সময় শাহিদা খাতুনের স্বামী শফিউদ্দীন তাদের সাদরে স্বাগত জানান। উপস্থিত ছিলেন কবি শাহিদা খাতুন, হেলাল হোসেন জোর্য়াদ্দার ও সনজিত কর্মকার। এ সময় কবিরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন- বিশিষ্ট ছড়াকার চিত্তরঞ্জন সাহা চিতু, ইদ্রিস মণ্ডল, এমএ হামিদ, ডা. কামরুজ্জামান, আশিকুজ্জামান আসাদ, তাজুল ইসলাম প্রমুখ। কবিতা পাঠের পর কবিরা সম্মিলিতভাবে শাহিদা খাতুনের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এরপর সভার সভাপতি শফিউদ্দীন তার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আনুষ্ঠানে ইতি টানেন।