আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস ও জাতীয় শিশু এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভা হয়েছে। আলোচনাসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা ক্রীড়া সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টারের উপস্থাপনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন- আসাবুল হক ঠাণ্ডু, সাবেক চেয়ারম্যান আব্দুল হালীম, হেলাল উদ্দিন, আব্দুল হান্নান, ওল্টু, শিলু, আব্দুর রাজ্জাক, দিদার, রাহাব, নজরুল,রানা, আনোয়ার হোসেন মাস্টার, খবির উদ্দিন, নাহিদ, আনিস, মুন্নু, কুদ্দুস, রাজ্জাকসহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা। আলোচনাসভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্ম দিবস ও জাতীয় শিশু উপলক্ষে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সকল ছাত্রছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ রচনা প্রতিযোগিতার করার জন্য আহ্বান জানান।