আর্জেন্টিনায় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১০

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনার উত্তরপশ্চিমাঞ্চলীয় লা রোজা প্রদেশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আট ফরাসি নাগরিক ও দু আর্জেন্টাইন পাইলটসহ হেলিকপ্টার দুটির ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে, নিহতদের মধ্যে ফ্রান্সের দুজন অলিম্পিক অ্যাথলেট রয়েছেন। এরা হলেন সাঁতারু কামিলি মুফাত ও মুষ্টিযোদ্ধা আলেক্সিস ভাসটাইন। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দূরের ভিলা ক্যাসতেল্লি এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে লা রোজার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।  চ্যানেল টিএফওয়ানর জনপ্রিয় সেলিব্রেটি শো ড্রপডের শুটিঙে হেলিকপ্টার দুটি ব্যবহৃত হচ্ছিলো। ওই শোটিতে সেলিব্রেটিদের হেলিকপ্টারে নিয়ে বিরান প্রকৃতির মাঝে ছেড়ে দিয়ে তাদের বাঁচার লড়াই দেখানো হয়।