ভারতীয় ছাত্রকে নিতে অস্বীকার জার্মান অধ্যাপকের

মাথাভাঙ্গা মনিটর: ভারতে ধর্ষণ সমস্যার জন্য এক ভারতীয় ছাত্রকে ইন্টার্নশিপে ভর্তি নিয়ে অস্বীকার করার অভিযোগ উঠলো জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে। এ প্রসঙ্গে ওই ভারতীয় ছাত্র এবং অভিযুক্ত অধ্যাপকের মধ্যে যেই মেল  চালাচালি হয় তা প্রকাশ করেছেন ওই ছাত্রের এক সহকর্মী। একটি মেইলে লেখা, দুঃখিত আমি কোনও ভারতীয় ছাত্রকে নিতে পারবো না। ভারতে যে ধর্ষণ সমস্যার কথা আমি শুনেছি, তা আমার কাছে যথেষ্ট আপত্তিকর। আমার দলে বহু ছাত্রী রয়েছে। আমি ভারতীয়দের এ স্বভাব সমর্থন করি না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দিল্লিতে জার্মানির রাষ্ট্রদূত মিখাইল স্টেইনার। ইমেল বিনিময়ের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন সেই অধ্যাপক।