নেমৎসোভ হত্যা : দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার বিরোধীদলীয় নেতা বরিস নেমৎসোভ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে আটক দু ব্যক্তির বিরুদ্ধে মস্কোর একটি আদালতের মুখপাত্র রোববার গণমাধ্যমে একথা জানিয়েছেন। বাসমান্নি জেলা আদালতের মুখপাত্র আন্না ফাদেয়েভা বলেন, যে দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন অ্যানজর গুবাশেভ ও জাউর দাদায়েভ। দুজনই চেচনিয়ার বলে জানানো হয়েছে রাশিয়ার গণমাধ্যমে। তাদের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা করা ও তা বাস্তবায়নের অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো তিনজনকে রোববার আদালতে হাজির করা হয়েছে। এক সপ্তা আগে একটি সেতুতে আততায়ীদের গুলিতে নিহত হন নেমৎসোভ। পুতিনের ১৫ বছরের শাসনকালে খুন হওয়া বিরোধীদলীয় নেতাদের মধ্যে নেমৎসোভ সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। এর আগে এক বিবৃতিতে তদন্ত কমিটি বলেছিলো, আমাদের তদন্ত অনুযায়ী, আটক অ্যানজর গুবাশেভ ও জাউর দাদায়েভ বরিস নেমৎসোভকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের সাথে জড়িত। ২৭ ফেব্রুয়ারি রাতে হেঁটে মস্কোর রেড স্কয়ারের কাছের নিজ বাড়িতে ফেরার সময় পেছন থেকে গুলি করে নেমৎসোভকে খুন করা হয়।