কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর রেলস্টেশনে গতকাল রোববার সকালে মাহিনুর রহমান মুরাদ নামে এক যাত্রীর কাছ থেকে দু ছিনতাইকারী নগদ চার হাজার টাকা ও মোবাইলফোনসহ সর্বস্ব ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার মুরাদ ঘটনাটি পুলিশকে জানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীনের নির্দেশে এসআই আশিকুর রহমান দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ রেলস্টেশন থেকে ছিনতাইকারী সাগরকে (২৩) আটক করে। সাগরের স্বীকারোক্তি অনুযায়ী শহরের পৌর মার্কেট থেকে অপর ছিনতাইকারী তাহাজ্জেলকে (২২) আটক করে। তাহাজ্জেল এ সময় পৌর মার্কেটে ছিনতাইকৃত মোবাইলফোন বিক্রি করছিলো। পুলিশ তাহাজ্জেলের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইলফোন ও অর্থ উদ্ধার করে। তাহাজ্জেল কোটচাঁদপুর রেলস্টেশনপাড়ার শুকুর আলীর ছেলে ও সাগর একই এলাকার মৃত ওসমান গনির ছেলে। ছিনতাইকারীদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।