আলমডাঙ্গার হারদী স্বাস্থ্যকমপ্লেক্সের টিএইচওর বিরুদ্ধে সরকারি মোবাইলফোন ব্যবহারের অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী স্বাস্থ্যকমপ্লেক্সের টিএইচওর বিরুদ্ধে সরকারি ইমার্জেন্সি মোবাইলফোনটি ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তার আত্মীয়স্বজনরা।

জানা গেছে, সরকারি হাসপাতালের মতো আলমডাঙ্গার হারদী স্বাস্থ্যকমপ্লেক্সেও সরকারি বিধি অনুযায়ী ইমার্জেন্সি বিভাগের জন্য একটি মোবাইলফোন দেয়া হয়েছে। এ মোবাইলফোনের সিম নম্বর ০১৭৩০৩২৪৫৭৮। এ সিম সংবলিত ফোনটি সবসময় ইমার্জেন্সি বিভাগে থাকার কথা। যে চিকিৎসক যখন ইমার্জেন্সি বিভাগে দায়িত্ব পালন করবেন তিনিই ব্যবহার করবেন। অত্যন্ত প্রয়োজনে কিংবা সঙ্কটে পড়লে রোগী ও তার আত্মীয়স্বজন এ নম্বরে যোগাযোগ করতে পারবেন। এ সিম দিয়ে রোগী বা তার অভিভাবকের সাথে যোগাযোগ রাখতে প্রতিমাসে সরকারিভাবে ৩শ টাকা করে বরাদ্দ দেয়া হয়। কিন্তু হারদীতে ব্যতিক্রম। অভিযোগ উঠেছে, ইমার্জেন্সি বিভাগের সাথে যোগাযোগের এ জরুরি নম্বরটি জরুরি বিভাগকে দেয়া হয়নি কখনও। এ সিম সংবলিত মোবাইলফোনটি ব্যবহার করেন টিএইচও ডা. আবু মোহাম্মদ জহুরুল ইসলাম। এ অভিযোগের বিষয়টি স্বীকারও করেছেন হাসপাতালের একাধিক চিকিৎসক। গতকাল রোববার রাতে ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত ছিলেন মেডিকেল অফিসার হাবিবুর রহমান ও উপসহকারী মেডিকেল অফিসার ডা. ফারুক। নিয়মানুযায়ী গতকাল রাতে জরুরি মোবাইলফোনটি তার নিকট থাকার কথা। এ ব্যাপারে রাতে গিয়ে ডা. হাবিবুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, তিনি ৪-৫ মাস যোগ দিয়েছেন এখানে। কিন্তু এ যাবত জরুরি বিভাগের মোবাইলফোন পাননি তিনি। গতকাল রাত ৮টা পর্যন্ত জরুরি বিভাগে ডিউটি ছিলো ডা. মেডিকেল অফিসার সাইফুল্লা মুর্শেদ। তিনি ওই সময় জরুরি মোবাইলফোনটি ব্যবহার করেছেন কি-না তা জানতে চাইলে কোনো রাখঢাক না করেই বলেন, জরুরি বিভাগের মোবাইলফোন কোথায় আছে আমি জানি না।

Leave a comment