আশুগঞ্জে মেঘনায় ট্রলার ডুবি : ১ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো চারজন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। রোববার সকালে আশুগঞ্জ লঞ্চঘাটের কাছেই ট্রলারটি ডুবে যায়। আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, ভোরে ভৈরব থেকে ছেড়ে আসা ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির পর সকাল ৭টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামের উদ্দেশে ঘাট ছাড়ে। লঞ্চঘাট থেকে কিছু দূরে যাওয়ার পরই ট্রলারটি একপাশে ঝুঁকে তলিয়ে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও পাঁচ জনের নিখোঁজ থাকে। এর পর অভিযান চালিয়ে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি চারজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে। ধারণ ক্ষমতার বেশি যাত্রী ও অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে অভিযোগ করেছেন যাত্রীদের কয়েকজন। তারা আরো জানান, ট্রলারটি ডোবার সময় পাঁচজন যাত্রী ভিতরে ঘুমিয়ে ছিলেন। তাদের পাওয়া যাচ্ছে না। আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মজিবুর রহমান জানান, নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি শুরু হয়েছে।