মাথাভাঙ্গা মনিটর: অবৈধভাবে মাছ ধরা ও অনুপ্রবেশের অভিযোগে আরব সাগর থেকে ৪৬ জন ভারতীয় জেলে ও তাদের মাছ ধরার নৌকাগুলো আটক করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। গত শুক্রবার এদের আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সমুদ্র নিরাপত্তা সংস্থা (এমএসএ)। অভিযোগ দায়ের করার পর আটক ভারতীয় জেলেদের করাচির একটি থানা হাজতে রাখা হয়েছে। শনিবার তাদের আদালতে চালান করার কথা রয়েছে বলে জানিয়েছেন এক পাকিস্তানি পুলিশ কর্মকর্তা। দু মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতীয় জেলেদের আটক করলো পাকিস্তানি কর্তৃপক্ষ। ২২ জানুয়ারি পাকিস্তানি নৌসেনারা ৩৮ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছিল। এর আগে নভেম্বরে আরো ৬১ জন ভারতীয় জেলেকে আটক করেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। ফেব্রুয়ারিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে টেলিফোন করে ইসলাবাদে শীর্ষ কূটনৈতিক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ১৭২ জেলেকে মুক্তি দিয়েছিলো পাকিস্তানি কর্তৃপক্ষ।