দক্ষিণ সুদান বিষয়ে বিকল্প ভাবছিলো আফ্রিকান ইউনিয়ন

মাথাভাঙ্গা মনিটর: আফ্রিকান ইউনিয়নের ফাঁস হওয়া একটি প্রতিবেদনে জানা যাচ্ছে যে, দক্ষিণ সুদানের দু দ্বন্দ্বরত নেতাকে বাদ দিয়ে একটি অন্তর্র্বতীকালীন সরকারের কথা চিন্তা করছিলো সংস্থাটি। দেশটিকে ইউনিয়নের আওতায় আনার পরামর্শও দেয়া হয়েছিলো। দক্ষিণ সুদানে একবছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর সর্বশেষ সময় ছিল বৃহস্পতিবার। কিন্তু দেশটির প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহী নেতা রিক মাচার কোনো চুক্তিতে পৌছাতে পারেননি। তাদের আচরণের স্পষ্ট বিরক্তি জানিয়েছে মধ্যস্থতাকারীরা। প্রতিবেশী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হ্যালিমারিয়াম ডেসেলগন মন্তব্য করেছেন, এর ফলে দেশটির মানুষের দুর্দশাই বাড়বে আর অনর্থক একটি যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে। তিনি সঙ্কট সমাধানে বিকল্প পথ খোঁজার কথাও ঘোষণা দিয়েছেন। দক্ষিণ সুদানে সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে পনেরো লাখের বেশি মানুষ কিছুদিন আগে দু পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতির সিদ্ধান্ত হলেও, ক্ষমতার ভাগাভাগি নিয়ে আবার দ্বন্দ্ব দেখা দিয়েছে। দু পক্ষের মধ্যস্থতাকারীদের একজন মেসফিন বলছেন, তিনি আর কোনো আশা দেখতে পাচ্ছেন না। দেশটির দু পক্ষই তেলসমৃদ্ধ এলাকা দখল নিজেদের দখলে রাখতে চাইছে। এরই মধ্যে আফ্রিকান ইউনিয়নের একটি ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে যে, এই দুই নেতাকে বাদ দিয়েই একটি অন্তর্র্বতীকালীন সরকারের কথা চিন্তা করছিলো সংস্থাটি।