সহায়তার আশ্বাস দিলেও জিএসপি বিষয়ে বার্নিকাট নীরব

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে সহায়তার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট। তবে তিনি স্থগিত জিএসপি সুবিধার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। বৃস্পতিবার বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নেতাদের সাথে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন। বার্নিকাট বলেন, বাংলাদেশের পোশাক খাতে অনেক অগ্রগতি হয়েছে। তবে অগ্রগতি বাড়াতে হবে এবং কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তিনি বলেন, পোশাক খাতে বাংলাদেশ ইতোমধ্যে অনেক ভালো করেছে। তবে শ্রম আইন সম্পূর্ণ বাস্তবায়নে সরকার, মালিক, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ও আন্তর্জাতিক কমিউনিটি একসঙ্গে কাজ করতে হবে। বার্নিকাট বলেন, বাংলাদেশের পোশাক খাতের অগ্রগতিতে আমেরিকা সব ধরনের সহায়তা করবে।তবে বাংলাদেশকে শ্রমআইনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এদেশে শ্রমআইনের বাস্তবায়নে অনেক ট্রেড ইউনিয়ন রয়েছে উল্লেখ করে তবে তা পর্যাপ্ত নয় বলে তিনি মন্তব্য করেন। বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম গার্মেন্টস খাতের অগ্রগতিসহ বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশে পোশাক খাতে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। এজন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুব জরুরি। তিনি জানান, গত দু মাসে হরতাল-অবরোধে ৪০টি কারখানায় ১৯০ কোটি টাকা ক্ষতি হয়েছে। আদেশ বাতিল হয়েছে ৯২ দশমিক ৩৮ শতাংশ। এভাবে চলতে থাকলে আর কিছু দিন পর আমরা কোনো দেশ থেকে আদেশ পাবো না। এ খাত হুমকির মুখে পড়বে। এ সময় বিজিএমইএ’র সহসভাপতি শহীদুল্লাহ আজিমসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment