আলমডাঙ্গা ব্যুরো/ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা এরশাদপুর একাডেমীর মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বেলা ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমান ও সাংবাদিক অ্যাড. মানিক আকবর। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাংবাদিক শাহ্ আলম মন্টু। ডাউকি ইউনিয়নের নাসরিন আক্তার প্রথম, কানিস ফতেমা সরোয়ার দ্বিতীয় এবং জান্নাতুল ফেরদৌস তৃতীয় স্থান ও বেলগাছি ইউনিয়নের প্রশিক্ষণার্থী নিলুফার ইয়াসমিন প্রথম, রুমা খাতুন দ্বিতীয় এবং সুস্মিতা আক্তার তৃতীয় স্থান অধিকার করে।