মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেনের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মুজিবনগর দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সভার শুরুতে সভাপতি জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের আহ্বান জানালে সভায় উপস্থিত সুধীবৃন্দ তার আহ্বানে সাড়া দিয়ে তাৎক্ষণিক নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়ান এবং এক মিনিট নীরবতা পালন করেন। নীরবতা পালন শেষে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে সরকারি কর্মসূচির আলোকে এবং উপস্থিত সুধীবৃন্দের সর্বসম্মতিক্রমে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
এরপর একই দিন বেলা ১১টার দিকে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতিমূলক সভা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হেমায়েত হোসেন, পৌর মেয়র আলহাজ মুতাছিম বিল্লাহ মতু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজবাহাব আলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আব্দুল জলিল, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. পল্লব ভট্টাচার্য, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান উল্লাহ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সালাম, সওজের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, জেলা রেজিস্ট্রার মো. আব্বাস আলী, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, আওয়ামী লীগ নেতা আসকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মো. আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল প্রমুখ।