দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা প্রশাসন ও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড্রাম সেট প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ড্রাম সেট তুলে দেন। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা শিক্ষা অফিসার নূরজাহান, উপজেলা প্রকৌশলী ইলিয়াস হোসেন, নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইউপি সদস্য রাশেদুল ইসলাম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নাজির হামিদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।