দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গায় রুপোর গয়নাসহ একজন গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ১৫০ ভরি রুপোর গয়নাসহ রেজাউল (৩৫) নামের এক চোরাচালানীকে গ্রেফতার করেছেন বিজিবি সদস্যরা। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন পরিচালক এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মিন্টু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারী রেজাউল বাইসাইকেলযোগে চোরাই পথে ভারত থেকে ঝাঁঝাডাঙ্গা গ্রামের চৌরাস্তার মোড়ে পৌঁছুলে তাকে ওই রুপোর গয়নাসহ আটক করেন। এ ঘটনায় সুলতানপুর বিওপির কমান্ডার হাবিলদার মিন্টু মিয়া গতকাল বিকেলে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। আটক রেজাউল উপজেলার নাস্তিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান বিষয়টি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।