টিপ্পনী

খবর:(শিপু রাণীকে বাটামপেটা : পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ)

মধুর মধুর বাণী

শোনায় শিপু রাণী-

তাই পুলিশের কনস্টেবল

করেন কানাকানি।

 

যেই শিপু চায় টাকা

রাগেন পুলিশ কাকা-

বাটামপেটা করে বলেন

পকেট খুবই ফাঁকা।

 

কী মানুষের রীতি

সুযোগ বুঝে প্রীতি

আইন ভেঙে আকাম যতো

কোথায় আছে নীতি।

 

-আহাদ আলী মোল্লা