স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়েছে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি)। গত ২৩ জানুয়ারি পাঠানো ওই চিঠির বিষয়বস্তু নিশ্চিত করেছে আরএমপির একাধিক নির্ভযোগ্য সূত্র। তবে ওই চিঠিটি বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন আরএমপি কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন। তিনি বলেন, বিষয়টি অফিসিয়াল। এ বিষয়ে কিছুই বলতে পারবো না। প্রসঙ্গত রাসিক মেয়র বুলবুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহানগরের যুবদলের আহ্বায়ক। তার বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বরে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার হত্যাসহ বিস্ফোরক আইনে পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা বিএনপি জোটের চলমান অবরোধ ও হরতালে যানবাহনের পেট্রোলবোমা হামলার ঘটনায় দায়েরকৃত। ওই মামলায় রাসিক মেয়রকে হুকুমের আসামি করা হয়েছে।