ঢাকা বারে বিএনপি-জামায়াত প্যানেল জয়ী

স্টাফ রিপোর্টার: ঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের নির্বাচনে  সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২০টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা বিপুল বিজয় লাভ করেছেন। এছাড়া বাকি পাঁচটি পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত শাদা প্যানেলের প্রার্থীরা। তবে সবুজ প্যানেল থেকে কেউই জয়ের মুখ দেখেননি। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের মো. মাসুদ আহমেদ তালুকদার। তিনি শাদা প্যানেলের সাইদুর রহমান মানিককে ২৩০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মাসুদ আহমেদ তালুকদার পেয়েছেন ৪ হাজার ৫৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ওমর ফারুক ফারুকী ৫৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন শাদা প্যানেলের মো. আইয়ুবুর রহমানকে। ফারুকী পেয়েছেন ৪ হাজার ৬৪৩ ভোট। এছাড়া ১০টি সম্পাদকীয় পদের আটটিতেই বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কেবল সিনিয়র সহসভাপতি ও ট্রেজারার পদে জিতেছেন আওয়ামী লীগ সমর্থিত শাদা প্যানেলের প্রার্থী। নীল প্যানেল (বিএনপি-জামায়াত সমর্থিত) থেকে সদস্য পদে বিজয়ীরা হলেন- মোহাম্মাদ আব্দুল হান্নান খন্দকার, মোহাম্মাদ বিল্লাল হোসেন, মজিবর রহমান, ফাতিমা ইয়াসমিন, মিজানুর রহমান মিজান, শাহনাজ পারভীন জোসনা, মোস্তফা কামাল খান, শাহ আলম, মোহাম্মাদ আবুল কাশেম, মোহাম্মাদ কামাল হোসেন, শফিকুল ইসলাম, রেহানা পারভীন। অপরদিকে শাদা প্যানেল (আওয়ামী লীগ সমর্থিত) থেকে তপো গোপাল ঘোষ, ফাতেমাতুজ জহুরা মনি, লিলিয়া আক্তার লিলি। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির ২০১৫-১৬ বর্ষের দু দিনব্যাপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৫টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৬১ জন প্রার্থী অংশ নেন। এতে ১৫ হাজার ৩৭২ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৯২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন