স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে ভগিরথপুর চক্রবাক সংঘের উদ্যোগে ভগিরথপুর চক্রবাক ক্রিকেট লিগ (ভগিরথপুর বিসিসিএল) টুনামের্ন্টর ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করেন ভগিরথপুর ইয়াং স্টার বানাম ভগিরথপুর সানরাইজ একাদশ। টস জিতে সানরাইজ একাদশ ১৫ ওভারে সব উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে।
জবাবে ইয়াংস্টার ৩ উইকেট হারিয়ে ১৩ ওভারে ৭৯ রান সংগ্রহ করে। ফলে এ খেলায় ইয়াং স্টার একাদশ ৮ উইকেটে জয়লাভ করেন। অ্যাম্পয়ারে দায়িত্বে ছিলেন কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম রেজা ও ইউনুচ আলী। খেলা শেষে রাতে প্রীতিভোজের আয়োজন করে চক্রবাক সংঘের খেলোয়াড়রা