গেইলদের অন্যরকম লজ্জা!

মাথাভাঙ্গা মনিটর: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার একের পর এক লজ্জা পেতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব সহ্য করার পর ইমরান তাহিরের ঘূর্ণিবলের সামনে আর দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ানরা। এখানেই শেষ নয়, দিনের শেষে অপেক্ষা করছিলো আরও বড় লজ্জাটি। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত রানের দিক থেকে সবচেয়ে বড় হারের রেকর্ডের শীর্ষে রয়েছে ক্রিকেটে ‘বামন’ দেশ বারমুডা। এবার তাদের পাশে নাম লিখিয়ে ফেলল জ্যাসন হোল্ডারের দল।
দক্ষিণ আফ্রিকার কাছে ২৫৭ রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছে ক্রিস গেইলদের। এর আগে ২০০৭ বিশ্বকাপে ভারতের কাছে একই রানে হেরেছিল বারমুডা। মজার ব্যাপার হল, সেবার বিশ্বকাপের আসর বসেছিল ওয়েস্ট ইন্ডিজে। পোর্ট অব স্পেনে বারমুডার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৪১৩ রান তুলেছিলে ভারত।
জবাবে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় বারমুডার ইনিংস। এবার প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০৮ রান তোলে প্রোটিয়ারা। জবাবে ১৫১-তে অলআউট ক্যারিবীয়রা।