খবর:(চুয়াডাঙ্গার গবরগাড়ায় গণডাকাতি)
দিনের বেলায় কাজ করি আর
রাতের বেলায় শুই,
দু দশ টাকা কামাই ঠিকই
কিন্তু কোথায় থুই?
চোর-ডাকাতের বাড় বেড়েছে
দারুণ লাগে ভয়,
জীবন রাখা কঠিন যেন
ভয়াল বিপর্যয়।
সন্ধ্যা বেলা ঘরে ফিরি
যায় কেটে দিন মাস,
জানি না ছাই কবে কোথায়
থাকবো হয়ে লাশ!
-আহাদ আলী মোল্লা