মুজিবনগরের মানিকনগর কবরস্থানের জমি অধিগ্রহণ বন্ধে স্মারকলিপি পেশ

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের কবরস্থানের জায়গায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের জন্য অধিগ্রহণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে গ্রামবাসী। সম্প্রতি কবরস্থান ও মসজিদের জায়গা থেকে ৩৩ শতক জায়গা অধিগ্রহণ করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মসজিদ কমিটির কাছে নোটিশ প্রদান করেন।          বিক্ষোভ মিছিলটি গ্রাম থেকে শুরু হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডলের কাছে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক ইব্রাহিম, সাবেক ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, বাগোয়ান ইউনিয়ন আনসার-ভিডিপি কমান্ডার আবুল কাশেমসহ গ্রামবাসী।

Leave a comment