আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই একদিন বিশ্ব মাতাবে

চুয়াডাঙ্গায় ৩ দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক

 

আলম আশরাফ: বর্তমান সরকার তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ করে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। সরকার তথ্য প্রযুক্তি কাজে লাগাতে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমাদের আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই বড় বড় আবিষ্কার নিয়ে একদিন বিশ্ব মাতাবে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে শিশু-কিশোর ও তরুণদের মাঝে নতুন নতুন আবিষ্কারের যে আগ্রহ দেখা গেছে তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে একদিন বড় বিজ্ঞানী হয়ে দেশের সুনাম বয়ে আনবে। এজন্য তরুণদেরকে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিজ্ঞান মনস্ক হওয়ার আহ্বান জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে ৩৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তা উপলক্ষে তিন দিনব্যাপি বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি আরো বলেন, জাতীয় জীবনে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা মেলার আয়োজনকে শুধু সৃষ্টিশীল নয় এ প্রজন্মের গবেষকদের তুলে নিয়ে আসে। মন ও মেধা অনুসন্ধানী হওয়ার সাথে নতুনদের মনের সুপ্ত প্রতিভা জাগরণে বিজ্ঞান প্রদর্শনী সাফল্যময় দিক। দেশের তরুণ সমাজকে বিজ্ঞানমুখি করা, তাদের উৎসাহ বৃদ্ধি করে মেধার যথার্থ স্বীকৃতি দিয়ে নতুন নতুন আবিষ্কারে উদ্বুব্ধ করাই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্দেশ্য। অনুসন্ধানরত তরুণ-তরুণীরা নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে বিচিত্র আবিষ্কার করে থাকে। এ মেলার মাধ্যমে তাদের আবিষ্কার জিনিসপত্র অন্যের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকেন। ফলে নতুন প্রজন্মের মনে আগ্রহ ও উদ্ভাবনী চিন্তাশক্তি বৃদ্ধি পায়। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা তাদের বিজ্ঞান প্রকল্পগুলোর লক্ষ্য, উদ্দেশ্য, কলা-কৌশল, উপযোগিতা ও প্রয়োগসহ নানা বিষয়ে দর্শনার্থীদের ধারণা দিয়ে থাকেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন তরুণ-তরুণীকে বিজ্ঞান ও প্রযুক্তিমূলক কাজে আগ্রহী করা, সবক্ষেত্রে বিজ্ঞানের সাক্ষরতা সৃষ্টিসহ বিজ্ঞান সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে সাফল্যময় ভূমিকা রেখে চলেছে। জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার কামরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানা। চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানীলা ২২টি স্টলে তাদের তৈরি প্রজেক্ট প্রদর্শন করছে। দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিগণ সকলকে সাথে নিয়ে উপভোগ করেন। মেলার আজ দ্বিতীয় দিনে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার শেষ দিনে বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a comment