স্বপ্ন পূরণে এবার লঙ্কার বাধা

মাথাভাঙ্গা মনিটর: অনেকটা নড়বড়ে শ্রীলঙ্কার সামনে উজ্জ্বীবিত বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনালের পথে এক পা এগিয়ে যেতে সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় চাই তাদের। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। কোয়ার্টার-ফাইনালে খেলতে হলে স্কটল্যান্ড ম্যাচে জয় ধরে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে যে কোনো একটি দলকে হারাতেই হবে বাংলাদেশের। নিজেদের চাপমুক্ত রাখতে শ্রীলঙ্কার বিপক্ষেই জয় তুলে নিতে চাইবে তারা। এমসিজিতে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। অন্য দিকে মেলবোর্নের এই মাঠে এর আগে ১৭টি ম্যাচ খেলে শ্রীলঙ্কা, যার ছয়টিতে জয় রয়েছে তাদের।

আফগানিস্তানের বিপক্ষে ১০৫ রানের জয়ে বিশ্বকাপ অভিযানের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। বৃষ্টির তাণ্ডবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের পরের ম্যাচটি পরিত্যক্ত হয়।

৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্য দিকে, নিউ জিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কা পরের ম্যাচে আফগানিস্তানকে হারায় অনেক ঘাম ঝরিয়ে।