গাংনীতে মুক্তিযুদ্ধ বিষয়কগ্রন্থের মোড়ক উন্মোচন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলার মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে রচিত বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক নামের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে গাংনী শহরের স্কাই নেটওয়ার্কে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম। মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ঘটনা ও স্মৃতির পাতা থেকে আলোকপাত করেন বইয়ের লেখক জোড়পুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিশ্বাস। তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের অধ্যাপক মাসুম-উল হক মিন্টুর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গাংনী মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাইফুর রহমান টোকন, তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল হক তুহিন, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী শহিদুল ইসলাম, লেখকের বড় মেয়ে সুরাইয়া ইয়াসমিন মিলি, ছোট মেয়ে রোমানা নাছরিন ও শিক্ষক মিজানুর রহমান।