আজকের এসএসসি পরীক্ষা ৭ মার্চ

স্টাফ রিপোর্টার: হরতালের সময় বৃদ্ধির কারণে আজ বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ এসএসসিতে বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং মারাসাবোর্ডে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ছিলো। এছাড়া এসএসসি ভোকেশনালে নতুন সিলেবাসের ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং পুরাতন সিলেবাসে ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং ভোকেশনাল দাখিলে ৬২টি বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিলো। এ পর্যন্ত এসএসসিতে ১০ দিনের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। পরীক্ষাগুলো পিছিয়ে শুক্র ও শনিবার ছুটির দিনে নেয়া হচ্ছে।

এছাড়া ১৮ ফেব্রুয়ারির স্থগিত হওয়া পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারির পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা ৬ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান পরীক্ষা পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, ৭ মার্চ একটি বিশেষ দিন। ওই দিন পরীক্ষা নেয়া ছাড়া আমাদের উপায়ও নেই। ৭ মার্চ উদযাপন করব, একই সাথে ওই দিন পরীক্ষাও চলবে।

Leave a comment