ডাকসুর ভিপি তালিকা থেকে মান্নার নাম মুছে দিলো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপিদের তালিকার নামফলক থেকে দু বারের নির্বাচিত ভিপি মাহমুদুর রহমান মান্নার নাম মুছে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতারা ডাকসুর কার্যালয়ে টাঙানো মান্নার ছবি বাইরে এনে পুড়িয়ে দেন। মঙ্গলবার বেলা দেড়টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব নন্দী ও ঢাবি শাখার ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শেখ ফয়সালের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা এ ঘটনা ঘটান। ১৯৭৯ সালে জাসদ ছাত্রলীগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ভিপি নির্বাচিত হন মান্না। পরবর্তীতে জাসদ ছেড়ে বাসদ ছাত্রলীগে যোগ দিয়ে ১৯৮০ সালে নির্বাচন করে দ্বিতীয়বার ডাকসুর ভিপি নির্বাচিত হন। বামপন্থী রাজনীতি ছেড়ে ১৯৯২ সালে আ’লীগে যোগদেন মান্না। এক পর্যায়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ১/১১’র সময়ে আ.লীগের সংস্কারপন্থি গ্রুপে যোগদানের কারণে ২০০৭ সালে আ.লীগ থেকে বাদ পড়েন। এরপর ইতিবাচক রাজনীতি শুরু করার জন্য মান্না নাগরিক ঐক্য নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। বর্তমানে মান্না দলটির আহ্বায়কের দায়িত্ব পলন করছেন।

Leave a comment