মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতারে যুক্তরাষ্ট্র ও ভারতের উদ্বেগ

 

মাথাভাঙ্গা মনিটর: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার ও আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর পর যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক ক্ষমতাধর দেশ ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাকে আইনগত ও চিকিৎসা সুবিধাও না দেয়ার অভিযোগ উঠেছে। এদিকে সোমবার আদালতে এক সংক্ষিপ্ত শুনানিতে নাশিদের জামিন আবেদন নাকচ করে দেয়া হয়। নাশিদকে গ্রেফতারের ঘটনায় আঞ্চলিক ক্ষমতাধর দেশ ভারত গভীর উদ্বেগ প্রকাশ প্রকাশ করেছে। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত থাকার এবং মালদ্বীপের সাংবিধানিক ও আইনগত কাঠামোর আওতায় তাদের মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের নারী মুখপাত্র জেন সাকি জানান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা বিসওয়াল নাশিদকে গ্রেফতার করায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকার পূরণে পদক্ষেপ নিতে মালদ্বীপ সরকারের প্রতি আহ্বান জানান।