জিম্বাবুয়েকে ৭৩ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপে  জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭৩ রানের ব্যবধানে জয় পেলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ৩৭২ রানের জবাবে খেলতে নেমে ৪৪.৩ ওভারে ২৮৯ রান করে অল আউট হয় জিম্বাবুয়ে। তবে শুরুতে ভালোই জবাব দিয়েছে জিম্বাবুয়ে। উইলিয়ামস (৭৬) ও আরভিন (৫২) ঝড়ো গতিতে রান তুললে জিম্বাবুয়ে শিবিরে কিছুটা আশা সঞ্চার হয়। ওয়েস্ট ইন্ডেজের পক্ষে সর্বোচ্চ ২১৫ রান করে মাত্র ৫ রানে ২টি উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্রিস গেইল।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ক্যানবেরার ম্যানুকা ওভালে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় গড়ে ওয়েস্টইন্ডিজ। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও গেইল-স্যামুয়েলসে বিশ্বরেকর্ডের জুটিতে ৩৭২ রান সংগ্রহ করে ক্যারবীয়রা। গেইল ব্যক্তিগত ২১৫ রান করে ইনিংসের শেষ বলে আউট হন। আর স্যামুয়েলস শেষ পর্যন্ত ১৩৩ রানে অপরাজিত ছিলেন। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ২.৩ ওভাবে ১ উইকেটে ১৮ রান করার পর বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে প্রায় আধা ঘণ্টা খেলা বন্ধ ছিলো। বৃষ্টির কারণে খেলা দু ওভার কেটে দেয়া হয়। এক্ষেত্রে ৪৮ ওভারে জিম্বাবুয়ে ৩৬৩ রান করতে হবে। আয়ারল্যান্ডের কাছে হেরে বাজেভাবে বিশ্বকাপ অভিযান শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ঘুরে দাঁড়ায় পরের ম্যাচে। রেকর্ডময় এ ম্যাচে গেইল-স্যামুয়েলসের দ্বিতীয় উইকেটে ৩৭২ রানের জুটি গড়েন। যা যে কোন উইকেট জুটিতে সর্বোচ্চ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে শুরু করে জিম্বাবুয়ে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারায় তারা।