আল আমিনের পরিবর্তে শফিউল

স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ দল থেকে ছিটকেপড়া আল-আমিন হোসেনের পরিবর্তে দলে স্থান পেয়েছেন পেসার শফিউল ইসলামকে। গতকাল সোমবার নির্বাচকদের সভায় এ সিদ্ধান্ত নেয়ার পর আইসিসি তা অনুমোদন দেয়। রাতেই বিশ্বকাপে অংশ নেয়ার উদ্দেশে দেশ ছাড়বেন শফিউল। বিসিবি সূত্র জানিয়েছে, আইসিসির অনুমোদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাত নয়টায় অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন পেসার শফিউল। তবে এমসিজিতে অনুষ্ঠেয় ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা, এ ব্যাপারে নিশ্চিত নয়।

বাংলাদেশের নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু বলেন, নির্বাচকদের সভায় আল-আমিনের পরিবর্তে শফিউলকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবারই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে শফিউল। অভিজ্ঞতায় আল-আমিনের চেয়ে বেশ এগিয়ে আছেন শফিউল। ওয়ানডেতে ১১টি ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন আল-আমিন। অন্যদিকে ৫২টি ওয়ানডে খেলা শফিউলের শিকার ৫৮ উইকেট। গত বিশ্বকাপে বাংলাদেশের এক স্মরণীয় জয়ে দারুণ অবদান ছিলো শফিউলের। ইংল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ২৪ রান দু উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছিলো বাংলাদেশকে। এদিকে বহিস্কৃত আল আমিন অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।