অন্যের ছবি ও স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার: অন্যের ছবি ও স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ উঠেছে ভাতিজা হাবিবুরের বিরুদ্ধে। প্রতারক ভাতিজার নিকট থেকে জমি ফেরত পেতে পথে পথে ঘুরছেন চুয়াডাঙ্গা সদরের ঝাঁজরি গ্রামের হতদরিদ্র কলম।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঁজরি গ্রামের আজির বক্স মণ্ডলের ছেলে কলম আলী লিখিত অভিযোগে জানায়, আমি আদালতে হাজির না হয়েও গত ১৫ ফেব্রুয়ারি আলম হোসেনের ছেলে ভাইপো হাবিবুর রহমান ৬৬ নং মৌজার আরএস ৪৯৩ নং খতিয়ানের আরএস ১৬০ নং দাগের এক কাঠা ৩ গণ্ডা জমি আমার স্বাক্ষর ও ছবি জাল করে চুয়াডাঙ্গা সাবরেজিস্ট্রি অফিস থেকে ৮৯৬/১৫ নং দলিলে রেজিস্ট্রি করে নিয়েছে। গত তিনদিন আগে লোক মুখে শুনে ওই দলিলের নকল তুলে বিষয়টি নিশ্চিত হয়। দলিলে ঝাঁজরি গ্রামের আবু হোসেনের ছেলে শিপন ও মিলনের নাম ব্যবহার করা হয়েছে অথচ এ নামে কোনো লোক এ গ্রামে নেই। শনাক্তকারী হিসেবে আমার ভাই কুরবান আলীর নাম দেয়া হয়েছে। ভাই কুরবান আলী দীর্ঘ ১০ বছর ধরে ঢাকায় থাকে। প্রতারক ভাতিজা হাবিবুরের নিকট থেকে জাল করে নেয়া জমি ফেরত পেতে দলিলের নকলখানা হাতে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন হতদরিদ্র কলম আলী। আর এ কাজটি লাইসেন্সধারী যে দলিললেখক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানিয়েছেন কলম।