ঢাকা থেকে ফিরে বিমানবন্দরে গ্রেফতার মমতার সফরসঙ্গী

মাথাভাঙ্গা মনিটর: ঢাকা থেকে ফেরার পর ভারতের কোলকাতা বিমানবন্দরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সফরসঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শিবাজী পাঁজা। তিনি একজন চলচ্চিত্র প্রযোজক। মমতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিবাজীর নামে আর্থিক অপরাধের অভিযোগে দিল্লি পুলিশ লুক আউট নোটিস জারি করেছিলো। শনিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সফরসঙ্গীরা ঢাকা থেকে কোলকাতায় পৌঁছানোর পর ইমিগ্রেশন দফতর শিবাজীকে আটক করে। বিমানবন্দর থানার হাতে তুলে দেয়া হলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। ১৯ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ শিবাজীর নামে লুক আউট নোটিস পাঠায়। কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঢাকা চলে আসেন। গত শনিবার রাতে কোলকাতা বিমানবন্দরে নামার পরে পাসপোর্ট পরীক্ষার সময়ে লুক আউট নোটিস দেখা যায়। তবে দিল্লি পুলিশ কোনো আর্থিক অপরাধের জন্য শিবাজী পাঁজার বিরুদ্ধে লুক আউট নোটস জারি করেছে তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর দিল্লি পুলিশের সাথে যোগাযোগ করা হয়েছে। দিল্লি থেকে পুলিশের একটি বিশেষ দল রওনা হয়েছে। গ্রেফতারের পর শিবাজী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে আজ সোমবার ব্যারাকপুর আদালতে হাজির করা হবে তাকে।