আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী রেফার : গ্রেফতার ১
বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুন্দিপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে রাতের আঁধারে ঘরে ঢুকে আলমগীর নামের একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় পুলিশ শাহীন নামের একজনকে গ্রেফতার করেছে। ঘটনার নেপথ্যে নারীঘটিত ঘটনা আছে বলে গ্রামসূত্রে জানা গেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের আলমাছের ছেলে আলমগীর হোসেন (৩৫) শনিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ঘুন্ত অবস্থায় আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আলমগীরের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে ওই রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। তার মাথার বিভিন্ন জায়গায় ৮টি কোপ দেয় দুর্বৃত্তরা। আলমগীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে এ ঘটনায় আলমগীরের পিতা বাদী হয়ে আব্দুল জলিলের ছেলে মাদকব্যবসায়ী আব্দুল হানানকে প্রধান আসামি করে ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এ ঘটনায় দোস্ত গ্রামের মান্নানের ছেলে শাহীনকে গ্রেফতার করেছে। আলমগীর ও হান্নান সম্পর্কে শ্যালক-দুলাভাই।
এদিকে গ্রামসূত্রে জানা গেছে, এ ঘটনার নেপথ্যে নারীঘটিত ঘটনা আছে। আলমগীর আর হান্নানের প্রকাশ্য বিরোধের সুযোগে তৃতীয় পক্ষ ঘটনাটি ঘটিয়েছে বলেও গ্রামজুড়ে জোর গুঞ্জন রয়েছে।