আলমডাঙ্গায় ভাষাসৈনিক শিক্ষক ওল্টুর স্মরণে সভা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভাষাসৈনিক শহীদুল্লাহ ওল্টুর স্মরণে সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাষাসৈনিক ওল্টু ফাউন্ডেশন ওই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। ফাউন্ডেশনের আহ্বায়ক রকিবুল ইসলাম রিয়েলের ব্যবস্থাপনায় গতকাল রোববার আলমডাঙ্গা শহীদ মিনারের পাদদেশে এ আয়োজনে সামিল হন। রিয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সুমন, যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, রানা, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সদস্য শোভন রায় ও শাহেদ। উপস্থিত ছিলেন- রুবেল, সাব্বির হোসেন, ইমু, ঝিমু, নাঈম হোসেন, সজিব হোসেন, সিটন হোসেন, প্রসেনজিত ঘোষ, পঙ্কজ ঘোষ, হাকিম আলী প্রমুখ।

উল্লেখ্য, ভাষাসৈনিক শহীদুল্লাহ ওল্টু ছিলেন আলমডাঙ্গা শহরের সম্ভ্রান্ত মোল্লা পরিবারের সন্তান। ভাষা আন্দোলনের সময় তিনি ছিলেন আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের ছাত্র। ওই সময় পাক সামরিক জান্তার ১৪৪ ধারা ভঙ্গ করে তিনি শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ ঘটনায় তিনি কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি মহান শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন। ৬০ ও ৭০ দশকে তিনি এলাকার নামজাদা ফুটলার, ব্যাডমিন্টন ও হকি খেলোয়াড় ছিলেন। খেলাধুলা ও শিক্ষা বিস্তার ছাড়াও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেছিলেন অকৃতদার এ ভাষাসৈনিক। মহান এ ভাষাসৈনিক গত ২০১৩ সালের ১২ মে মৃত্যুবরণ করেন।