শেষ আটে যেতে বাংলাদেশকে যা করতে হবে

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের পয়েন্ট টেবিলটা বাংলাদেশের দর্শকদের জন্য বেশ স্বস্তিদায়ক। আসলে এমন স্বস্তি আগেও কখনো পায়নি বাংলাদেশ! ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিল দেখুন। সবার ওপরে দুই স্বাগতিক। শক্তিমত্তা আর ঘরের মাঠের সুবিধার বিচারে তা তারা থাকতেই পারে। কিন্তু এর পরের নামটি গ্রুপের অন্য দুই শক্তিশালী দল শ্রীলঙ্কা, ইংল্যান্ডও নয়; বাংলাদেশ! বলা হচ্ছিলো, এবার বিশ্বকাপের দু গ্রপের মধ্যে কঠিন গ্রুপ এটিই।

গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচও আগামী ১ মার্চ মুখোমুখি হবে শ্রীলঙ্কা-ইংল্যান্ড। এ ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে ৯ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় নিশ্চিত করে দেবে শেষ আট। তবে ইংল্যান্ড যদি শ্রীলঙ্কার বিপক্ষেও জেতে, তাতেও কিন্তু আশা হারিয়ে যাবে না। স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান- এ তিন জয় নিয়ে ইংল্যান্ডের পয়েন্ট হতে পারে ৬। আফগানিস্তান, স্কটল্যান্ড, ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাথে পাওয়া এক পয়েন্টে বাংলাদেশের পয়েন্ট হবে ৭। হিসাব পরিষ্কার, প্রথম দু ম্যাচে একেবারে নাকানিচুবানি খাওয়া ইংল্যান্ডকে হারাও!