বেগমপুর আকন্দবাড়িয়া বটতলা বাজারে প্রতিবন্ধীসহ ৪ দোকানিকে মারপিটের অভিযোগে ক্ষুদ্ধ হাবিলদার মিন্টু

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া বটতলা বাজারে বিজিবির হাতে নির্যাতিত প্রতিবন্ধীসহ অভিযোগকারী ৪ দোকানদারের ওপর ক্ষুদ্ধ হয়েছে উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার মিন্টু। বিজিবি দোকানদারদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীর প্রতিবাদের মুখে তা সম্ভব হয়নি। এ ঘটনায় বাজারের দোকানদারসহ গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর নিরসান চাই এলাকাবাসী।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া বটতলা বাজারের দোকানদার আতিয়ার রহমানের ছেলে হানিফ, সিরাজুলের ছেলে ওয়াসিম, আবুল কাশেমের ছেলে শারীরিক প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক ও মুনছুর আলীর ছেলে সুমাত আলীসহ এলাকাবাসী অভিযোগ করে বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উথলী বিজিবির হাবিলদার মিন্টুর নেতৃত্বে একটি টহল দল কোনো কারণ ছাড়াই বাজারের ৪ দোকানির ওপর চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই বিজিবি সদস্যরা বাজারের কয়েকজন দোকানদারকে মারপিট করেন। এ সময় হরতালে ডিউটিরত বেগমপুর ক্যাম্প পুলিশের কয়েকজন সদস্য প্রতিবাদ করতে এলে তাদের ওপরও চড়াও হয় উপস্থিত বিজিবি সদস্যরা। ওই দিনই বিজিবির হাতে লাঞ্ছিত দোকানদাররা পৃথক পৃথকভাবে বেগমপুর ক্যাম্প পুলিশের নিকট লিখিত জবানবন্দি দেন। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আবারও হবিলদার মিন্টু সঙ্গীয় ফোর্স নিয়ে বটতলা বাজারে আসেন এবং অভিযোগকারী ওই ৪ দোকানিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাজারে উপস্থিত লোকজন তাদেরকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে হাবিলদার মিন্টু সদুত্তর দিতে ব্যর্থ হন। একপর্যায়ে জনগণের প্রতিবাদের মুখে তাদেরকে ছেড়ে দিয়ে চলে যান। খবর পেয়ে বেগমপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিজিবি সদস্যরা চলে যান। খবর পেয়ে গণমাধ্যমের লোকজন ঘটনাস্থলে পৌঁছুলে বাজারের দোকানদারসহ গ্রামের লোকজন বলেন, বিজিবির এ কর্মকাণ্ডে ভীতির সৃষ্টি হয়েছে। যাদেরকে বিজিবি সদস্যরা ফেনসিডিল চোরাকারবারী বলে সন্দেহ করেছেন তারা গ্রামের অতিদরিদ্র এবং ক্ষুদ্রব্যবসায়ী। যাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অভিযোগ নেই। প্রয়োজন হলে সারাগ্রাম ঘুরে শোনেন। অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে প্রশাসন হাতেনাতে ধরে ব্যবস্থা গ্রহণ করুক গ্রামের কোনো লোক প্রতিবাদ এমনকি সুপারিশ পর্যন্ত করবে না। তবে যে ঘটনায় ঘটুক না কেন এর নিরসন চাই আমরা। আমরা নিরীহ জনগণ পুলিশ বা বিজিবি কারো পক্ষে বা বিপক্ষে না। এ বিষয়ে হাবিলদার মিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম ধরে নিতে না।