শিল্পকলা একাডেমীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় পালন

স্টাফ রিপোর্টার: শিল্পকলা একাডেমীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। কেক কাটার পর আলোচনাসভার অয়োজন করা হয়। শেষে শিল্পকলার কলা-কুশলীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন।

আলোচনাসভার প্রধান অতিথি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন বলেন, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে শিল্পকলা একাডেমী বাঙালি চেতনতাকেই শুধু শানিত করছে না, সম্ভাবনাময়ীদের প্রতিভা বিকাশে সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টরা আরো আন্তরিক হলে প্রজন্মকে সুস্থ ধারায় রাখা সম্ভব হবে।

সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাইদ মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা। স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর মান্নান। উপস্থাপনায় ছিলেন হিরন-উর রশিদ শান্ত।