মাথাভাঙ্গা মনিটর: অস্ত্রবিরতি তদারক করতে পূর্ব ইউক্রেইনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার রাতে ইউক্রেইনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে এ অনুরোধ জানিয়েছেন তিনি। ওই বৈঠকে পোরোশেঙ্কো মন্তব্য করেছেন, যেখানে শান্তির প্রতিশ্রুতি রাখা হচ্ছে না, সেই ধরনের পরিস্থিতিতে এ রকম বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করতে পারবে। পূর্ব ইউক্রেইনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেবালিসভ শহরে তীব্র লড়াইয়ের পর সেখান থেকে ইউক্রেইনীয় বাহিনী পিছু হটার পর তিনি এ মন্তব্য করলেন। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের মহাসচিব ওলেকজান্দের তুর্চিনোভ বলেছেন, এ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং জাতিসংঘে আবেদন জানানো হয়েছে। এর আগে প্রেসিডেন্ট পোরোশেঙ্কো জানিয়েছিলেন, গত বুধবার দেবালিসভ থেকে প্রায় ২,৫০০ ইউক্রেইনীয় সেনাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। সেনা প্রত্যাহার সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলেও অন্ততপক্ষে ছয় সেনা নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এর আগে, ইউক্রেইনীয় সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দেবালিসভে তিন দিনে ২২ ইউক্রেইনীয় সেনা নিহত হয়েছেন। বিদ্রোহীরা আরো বেশি সরকারি সেনা নিহতের দাবি জানালেও ইউক্রেইনীয় সরকার তা নাকচ করে দিয়েছেন।