প্রতিবন্ধীসহ ৪ দোকানিকে মারপিট : পুলিশে নালিশ

বেগমপুর আকন্দবাড়িয়া বটতলায় বিজিবির একটি টহল দলের বিরুদ্ধে অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়া বটতলা বাজারের ৪ দোকানিকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত দোকানিসহ স্থানীয়রা বলেছেন, বিজিবির উথলী ক্যাম্পের একটি টহলদল এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর অভিযোগকারীরা পৃথক পৃথক ভাবে পুলিশের নিকট লিখিত জবানবন্দি দিয়েছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া বটতলা বাজারের দোকানদার আতিয়ার রহমানের ছেলে হানিফ, সিরাজুরের ছেলে ওয়াসিম, আবুল কাশেমের ছেলে শাররীক প্রতিবন্ধী আব্দুর রাজ্জাক ও মুনছর আলীর ছেলে সুমাত আলী পুলিশের নিকট পৃথক পৃথক লিখিত জবানবন্দিতে বলেছেন, আমরা প্রতিদিনে মতো বাজারে দোকান খুলে বসে ছিলাম। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উথলী বিজিবির হাবিলদার মিন্টুর নেতৃত্বে একটি টহল দল কোনো কারণ ছাড়াই আমাদের ওপর চড়াও হয়। আমারা কোনো কিছু বুঝে ওঠার আগেই বিজিবি সদস্যরা এলোপাতাড়িভাবে পেটাতে থাকে। ফেনসিডিল ব্যবসা করি বলে আমাদেরকে অকথ্যভাষায় গালাগালি দেয়। এ সময় ভিড় দেখে বেগমপুর পুলিশ ক্যাম্পের ৪ কনস্টেবল এগিয়ে এলে তাদের সাথেও অসদাচরণ করে বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় বাজারের দোকানদারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিজিবির হাতে আহতরা পৃথক পৃথকভাবে বেগমপুর ক্যাম্প পুলিশের নিকট লিখিত জবানবন্দি দিয়েছে। এ বিষয়ে উথলী বিজিবি ক্যাম্পের হাবিলদার মিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো দোকানদারকে মারপিট করা হয়নি, এ সময় কোনো দোকান খোলা ছিলো না, পুলিশ ফেনসিডিল পাচার করে থাকে বলে উপস্থিত পুলিশ সদস্যদের তাদের সাথে ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছে।