জীবননগর মোক্তারপুরে উদ্ধারকৃত গাছের গুড়িটি কোথায়?

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মোক্তারপুর গ্রামের রাস্তা থেকে কেটে নেয়া মূল্যবান গাছটি বাঁকা ইউনিয়ন পরিষদ জব্দ করলেও এর গুড়িটির কোনো হদিস মিলছে না। কর্তিত গাছের ৫টি খণ্ডের মধ্যে ৪টি খণ্ড ইউনিয়ন পরিষদে জমা হলেও মূল গুড়িটিতে ওই ইউনিয়নের ক্ষমতাসীন দলের এক নেতার বাড়ির আঙিনায় রয়েছে বলে জানা গেছে। জোরপূর্বক রাস্তার গাছ কেটে নেয়ার হোতা ফারুকে হোসেন ও সাবেক পৌর কাউন্সিলর আওয়ামী লীগের ওই নেতার বাড়ি হতে মূল্যবান গুড়িটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও বরাবর এলাকাবাসী আবেদন করেছেন।

এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা যায়, গত বছরের নভেম্বর মাসে মোক্তারপুর-কুলতলা গ্রামের রাস্তার একটি মূল্যবান গাছ নিজেদের দাবি করে মোক্তারপুর গ্রামের ফজলুল হকের ছেলে ফারুক কেটে নেন। বিষয়টি জানাজানি হলে বাঁকা ইউনিয়ন পরিষদ থেকে ওই জমি মাপজোক করা হয়। মাপে ওই গাছটি সরকারি রাস্তার গাছ প্রমাণিত হওয়ায় ইউনিয়ন পরিষদ তা গত ২ ডিসেম্বর জব্দ করে। গাছের ৫টি অংশের মধ্যে ৪টি অংশ ইউনিয়ন পরিষদের এনে জমা করা হলেও মূল গুড়িটি সেখানে নেই। এলাকাবাসীর অভিযোগ মূল্যমান মূল গুটিতে ক্ষমতাসীন দলের এক নেতা সাবেক পৌর কাউন্সিলরের বাড়ির আঙিনায় গুটি দেখা যাচ্ছে। গুড়িটি উদ্ধারসহ সরকারি রাস্তার গাছ কাটা হোতা ফারুকের বিরুদ্ধে আইনগত গ্রহণের ব্যবস্থা দাবি করেছে এলাকাবাসী।