ঘোলাদড়ি প্রতিনিধি: আলমডাঙ্গার টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর ইনচার্জ আলী হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজেউন)। গতকাল বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া হামদাদ সিতারা কিডনি সেন্টারে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন থেকে কিডনি রোগে ভুগছিলেন।
জানা গেছে, আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের কৃতীসন্তান আলমডাঙ্গা টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর ইনচার্জ আলী হোসেন। তিনি ৬ বছর যাবত কিডনি রোগে ভুগছিলেন। তাকে ভারতসহ দেশের বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা দেয়া হয়। মরহুমের গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশেষর দাফন কাজ সম্পন্ন করা হয়।